মেহেদি হাসান
সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন দ্রুত বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলাশহরের হুজরাপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তব্য দেন রাজশাহী চার্চের সভাপতি বীথিকা বাঁড়ৈ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক অজিত কর্মকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপজেলা কমিটির সম্পাদক তরুণ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ জেলা কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমল ত্রিবেদী।
এছাড়াও আরো বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সম্পাদক সঞ্জিত সাহা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ আহ্বায়ক বিধান ভট্টাচার্য, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সৌমেন সাহা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নাচোল উপজেলার সম্পাদক রঞ্জন বর্মন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা কমিটির সভাপতি অর্জুন বাবু।
মানববন্ধনে বক্তারা দাবিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।