মেহেদি হাসান
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছনা হাজি ইউনুছ আলী কলেজের শিক্ষককে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সমিতির সভাপতি অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষক, কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম আতিক, নামোশংকরবাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছত্রাজিতপুর আলাবক্স কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, সমিতির যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, সদস্য ওয়ালিউল আজিম প্রমুখ শিক্ষকগণ। সঞ্চালনা করেন নামোশংকরবাটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন।
জেলার শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, গুটিকয়েক ছাত্র নামধারী সন্ত্রাসীর কাছে শিক্ষক সমাজ জিম্মি হয়ে থাকতে পারে না। প্রতিটা কলেজে এসব বহিরাগত ও ছাত্র নামধারী সন্ত্রাসীদের প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য , গত ১৮ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয় এবং ২৫ জুন সাভারের আশুলিয়ায় হাজি ইউনুছ আলী কলেজের শিক্ষককে ক্যাম্পাসে জিতু নামের এক ছাত্র স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।