চাঁপাইনবাবগঞ্জে বোয়েসেল’র মাধ্যমে বিদেশে কর্মী প্রেরণ বিষয়ে সভা

মেহেদি হাসান

 চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)’র মাধ্যমে বিদেশে কর্মী প্রেরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষক ও শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচলাক সরকারের অতিরিক্ত সচিব মো. বিল্লাল হোসেন। 

সভায় স্বাগত বক্তব্য দেন বোয়েলস’র মহাব্যবস্থাপক  (বৈদেশিক নিয়োগ) বনানী বিশ্বাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, মনিম উদ দৌলা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এসএএম ফজল-ই-খুদা, ভোলহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল বিশ্বাস, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ উদ্দিন মহিলা বিষয়ক কর্মকর্তা  সাহিদা বেগম, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম শহিদ। 

সভায় মুক্ত আলোচনায় বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের হাত থেকে বাঁচতে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে আরো বেশি প্রচার চালানো, যাতে বিদেশগমনেচ্ছুকরা দালালদের খপ্পরে না পড়ে। এ জন্য জনপ্রতিনিধিদের এগিয়ে আসা, বিদেশে যেসব কর্মী যেতে ইচ্ছক তাদেরকে এ সংক্রান্ত আইনকানুন জানানো, হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলার পর বিদেশ পাঠানো, জনসাধারণকে সচেতন করাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। 


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।