মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপার আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ২য় পর্যায় শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করার লক্ষে সচেতনতার জন্য উঠান বৈঠক করেছেন তথ্য আপা।
মঙ্গলবার সকাল ১০ টায় সদর উপজেলা হলরুমে এ উঠান বৈঠক অনু্ষ্ঠিত হয়েছে। তথ্য সেবা কর্মকর্তা আছিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক সুপারভাইজার, উপ মাধ্যমিক শিক্ষা অফিসার, আব্দুল আলীম,পৌরসভার প্যানেল মেয়র-৩, নাজনীন ফাতেমা জিনিয়া। এছাড়াও বিভিন্ন এলাকার মহিলারা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, মাদক ও নারীদের নিয়ে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা করেন অতিথিরা।