মেহেদি হাসান
বীরের পরিচয় হয় যুদ্ধের ময়দানে বন্ধুর পরিচয় হয় বিপদের সময় এ স্লোগানকে সামনে রেখে এসএসসি ১৯৯৩ সালের ব্যাচভিত্তিক গ্রুপ ‘প্রাণের ব্যাচ-৯৩’-এর উদ্যোগে শুক্রবার (১৭ জুন) চাঁপাইনবাবগঞ্জে সন্ধ্যা কমিউনিটি সেন্টারে ‘আম উৎসব ও বন্ধু আড্ডা’ মিলনমেলায় সারা দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শ্রেণী- পেশার ৪ শতাধিক বন্ধু উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
‘প্রাণের ব্যাচ-৯৩’-এর চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সারাদিন ব্যাপী মিলনমেলার আয়োজন ছিল সম্পুর্ন ভিন্নধর্মী-পরিচয় পর্ব, বন্ধুদের স্মৃতিচারণ ও বিভিন্ন জেলায় ‘প্রাণের ব্যাচ-৯৩’-এর উদ্যোগে মানবিক,সামাজিক ও ধর্মীয় কাজের উৎসাহমূলক বক্তব্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সারাদেশের অ্যাডমিন এম মিরাজ হোসেন, সেলিনা পারভিন, সাজ্জাদ তালুকদার, সৈয়দ আরিফউজ্জান, মোঃ রশিদ,ফরিদ হোসেন মাসুমসহ মডারেটরগণ। চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, সাধারণ সম্পাদক ও অ্যাডমিন মনিরুজ্জামান বাবলু । এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ উপদেষ্টা ডা. ইসমাইল, খাইরুল ইসলাম, শামসুজ্জামান বাবুসহ সারাদেশ হতে আগত বন্ধুগণ। অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা গানের আয়োজন করা হয়। শেষে র্যাফেল ড্র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।