৬৩ জেলার মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চিকিৎসা সেবায় চতুর্থ

মেহেদি হাসান

সারা দেশের ৬৩ জেলা হাসপাতালের মধ্যে ভাল চিকিৎসা সেবা প্রদান করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল চতুর্থ স্থান অধিকার করেছে। ডাইরেক্টর জেনারেল অব হেলথ্ সার্ভিস,মহাখালী ঢাকা  এ তথ্য প্রকাশ করেছে। আগে যেখানে এ চিকিৎসা সেবা প্রদানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপতাল অনেক পিছনে ছিল। 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ইনডোর ও আউটডোর দুই মিলিয়ে এখন রোগীদের ভাল চিকিৎসা সেবা প্রদান করছে। এখন হাসপাতালে সার্জারী, অর্থোপেডিকস, নাক,কান গলা, সিজারসহ সবধরনের অপারেশন করা হচ্ছে। আগে সিজার অপারেশন একটু কম থাকলেও এখন নিয়মিত সিজার করা হচ্ছে। সেই সাথে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চক্ষু ও দাঁতের বিভাগ চালু করা হয়েছে। এখানে নিয়মিত এখন দাঁতের ও চোখের চিকিৎসা করা হচ্ছে। হাসপতালে দালাল ও ভুয়া ঔষুধ নেয়া রোগীর সংখ্যাও দিন দিন কমেছে।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।