চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার ৫ জুন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বাধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।  উদ্বোধন শেষে  জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার ইফফাত জাহানসহ অন্যরা অংশগ্রহণ করেন। 
শোভাযাত্রা শেষে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অুনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এবং বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। 


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরো অংশগ্রহণ করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, , প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রোগ্রাম অফিসার ফারুক আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। 

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় শিশুসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজিত কর্মসূচিতে জেলা প্রশাসন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ব্র্যাকসহ স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।