চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় মো.জাহির(৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। সেই সাথে তাকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাস কারাদন্ডেরও আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯মে) অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। জাহির জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা গড়াইপাড়া গ্রামের মৃত আশরাফুলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বলেন,২০১৮ সালের ২২ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়নের খড়িবোনা গ্রামে র‌্যাবের অভিযানে এক কেজি একশত পচিঁশ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন জাহির। এ ঘটনায় ওইদিনই র‌্যাব উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক ওসামান গনি ২০১৮ সালের ২০ অক্টোবর জাহিরকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।