চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটাপড়ে আদিবাসী কৃষকের মুত্যু-উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রী চিত্ত মার্ডি (৩৩) নামে এক কোল আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। চিত্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা গ্রামের শ্রী মহাদেব মার্ডির ছেলে।

সোমবার সকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষক শ্রী চিত্ত মার্ডি। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী রেলপথের বড়পুকুরিয়া সোনাতলা এলাকায় সকাল ৬টা ১০ মিনিটের দিকে এ দূর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ ট্রেনে কাটাপড়ে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশের, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রেন দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে রেল দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইসফাত জাহান নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে দেখা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।