মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ১৫০ জনের মাঝে রাজশাহী বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এর মধ্যে সোমবার (০২ মে) বিকেলে ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকার ১৩২ জনের মাঝে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে এই ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণ করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানসহ ঝিলিম ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, প্যাকেটজাত দুধ, আটা, সাবান ইত্যাদি।
প্রশাসক এ কে এম গালিভ খান বলেন-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনাদের জন্য মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আপনারা আপনাদের ছেলে মেয়েদের লেখা পড়া শেখাবেন, বাল্য বিবাহ দেবেন না, তারা যে ন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন, কেউ ভিক্ষাবৃত্তি করবেন না। জেলা ও উপজেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে। তিনি বলেন-শুধ তাই নয়-রাজশাহী বিভাগীয় কমিশনার মহোদয়ও আপনাদের কথা ভেবে এই ঈদ উপহার পাঠিয়েনে। আশা কির আপনাদের ঈদ সুন্দরভাবে উদযাপন হবে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৫০ জনের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।