চাঁপাইনবাবগঞ্জে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মেহেদি হাসান

এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে পলিত হয়েছে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সুইট প্রতিবন্ধী স্কুলের আয়োজনে  শনিবার (২ এপ্রিল) সকালে শহরের ফুড অফিস মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডাক্তার গোলাম রাব্বানী। সুইড প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা আম্বিয়া খাতুন মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ শরিয়তউল্লাহ, সুইট প্রতিবন্ধী স্কুলের নির্বাহী সচিব মোঃ হান্নান হোসাইন। 

এসময় অতিথিরা বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে তাদের দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব। এক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পারিবারিক এবং সামাজিকভাবে যথাযথ সমর্থন ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।



কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।