শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ সেরা কর্মকর্তার পুরস্কার পেলেন রুহুল আমিন শরিফ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার ১,৩০,৩২০ টি পরিবারের কাছে প্রথম পর্যায়ে টিসিবি পণ্য হয়রানিমুক্ত, সময়ানুবর্তী, সুষ্ঠু এবং সঠিক পরিমাণ ও পূর্ণ গুণগত মান বজায় রেখে পৌঁছে দেয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়  সেরা কর্মকর্তার  পুরস্কার পেলেন সহকারী কমিশনার মোঃ  রুহুল আমিন শরিফ । বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সেবা প্রদানে  শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ সেরা কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট  এ কে এম গালিভ খান তাকে পুরস্কার প্রদান করেন। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  দেবেন্দ্র নাথ উঁরাও ,  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  মো: জাকিউল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  আহমেদ মাহবুব-উল-ইসলাম  (উপ-পরিচালক স্থানীয় সরকার(অ:দ:) সহ জেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ। 

উল্লেখ্য মোঃ রুহুল আমিন শরীফ ৩৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সারা দেশে প্রথম স্থান অর্জন করেন। 


 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।