মেহেদি হাসান
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ নিশ্চিত করা এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করতে চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৩১মার্চ ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনের হলরুমে সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান হানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কৃষি বিপণন কর্মকর্তা নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক রেজাউল করিম, শহীদুল ইসলাম শহীদ,এম কোরাইসি মিলু,সাজাহান আলী সাজা,রমজান আলী ।
মতবিনিময় সভায় বক্তারা জানান, সরকারি নির্দেশ মোতাবেক 'পবিত্র রমজান' মাসে বাণিজ্যিক নিয়ম-নীতি মেনে ভোক্তা সাধারণের কল্যাণে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ নিশ্চিত রাখা, কোন প্রকার মালামাল মজুত রেখে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, স্বল্প মুনাফায় পণ্য বিক্রি করা, পাইকারি ও খুচরা ক্রয় -বিক্রয়ে বিক্রেতা -ক্রেতাকে বিক্রিত মালের রশিদ প্রদান করা এবং দোকানের প্রকাশ্য স্থানে প্রতিদিনের বাজার দরের চার্ট(অদ্যকার বাজার দর) ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়িদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।