চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় একজনের ৫ বছর কারাদন্ড

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় আনিসুর রহমান নামের এক যুবককে ৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো.আয়েজ উদ্দিন আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। আনিসুর জেলার গোমস্তাপুর উপজেলার সাগরাইল গ্রামের আইনাল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, আনিসুর গত ২০১৯ সালের ৩ জুলাই রাতে স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধুর শয়নকক্ষে প্রবেশ করে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধু’র চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধু ২০১৯ সালের ৬ জুলাই গোমস্তাপুর থানায় মামলা করে। গোমস্তাপুর থানার তৎকালীন উপপরিদর্শক(এসআই) রজব আলী ২০১৯ সালের ৩১ জুলাই আনিসুরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।