ঘোড়াপাখিয়া ও বারঘরিয়া ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন বিষয়ে উঠান বৈঠক

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ, প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের অধিকার, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মাদকদ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মার্চ)  পারকৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।   ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের  উপ পরিচালক শাহিদা আখতার,  জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান গোলাম নবী ইসমাইল হোসেন। 

পরে বারঘোরিয়া ইউনিয়নের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,  মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের  উপ পরিচালক শাহিদা আখতার, ইউনিসেফের প্রতিনিধি শরিফা খাতুনসহ  অন্যরা। ইউনিসেফের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাস্ক বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে জানান, বাল্যবিবাহ  সমাজের জন্য একটি মারাত্মক ক্ষতিকর দিক বাল্যবিবাহ শুধু একজন নারীর জীবনে নয় গোটা পরিবারের জীবনেও দুঃখ বয়ে আনে।  এছাড়া প্রধান অতিথি নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ, প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের অধিকার, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মাদকদ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।