স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আলোচনা সভা

মেহেদি হাসান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ। পদ্মা সেতুসহ বতর্মান সরকারের আমলে সড়ক যোগাযোগ, শতভাগ বিদ্যুতায়ন, তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসাসহ সকল সেক্টরের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসন আয়োজিত স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠানে আলোচকদের আলোচনায় এসব বিষয় উঠে আসে। এছাড়া উঠে আসে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আগামীর উন্নয়ন ভাবনাও।

বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম।

আগামী দিনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বে আজকের শিক্ষার্থীরা এমন প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নামোশংকরবাটী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন ও গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ।

পরে মুক্তির উৎসব উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার পুরস্কার বিতরণ করা হয়। শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ সংক্রান্ত জাতীয় কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।