মেহেদি হাসান
স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) লক্ষ্য ও উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং শিক্ষার বৈষম্য দূরীকরণের মূল দাবি সমূহের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়ানশুকা আর.কে. উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও স্বাশিপের জেলা সভাপতি এবং শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ’র সভাপতি তারিক-ই-নূর জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বাশিপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। স্থানীয় শিক্ষক ও কর্মচারী নেতারা শিক্ষাকে জাতীয়করণের দাবি জানান। শিক্ষকদের জন্য বর্তমান সরকারের করা উন্নয়ন কর্মকা- তুলে ধরেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।