শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে কর্মসূচি পালিত

মেহেদি হাসান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে স্কুল ও মাদ্রাসায় ট্রাফিক নিয়ম কানুন এবং সড়ক নিরাপত্তা ও ব্যবহার বিষয়ক সচেতনতামূলক সপ্তাহ ব্যাপী কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে।  সোমবার সকালে জেলা শহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলীর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক (অ.দা.) মো. শাহজামান হক ও সহকারী মোটর যান পরিদর্শক আবু হুজাইফা।
বক্তারা বলেন, নিরাপদ সড়কের জন্য আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। মহাসড়কের পাশের অস্থায়ী স্থাাপনা সরানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে, চলাচল করতে হবে, যেখান সেখান দিয়ে রাস্তা পারাপার করা যাবে না, জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপার হওয়া যাবেনা। পায়ে হাঁটার সময় রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে।  

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।