শ্রদ্ধা ভালোবাসায় চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শিশু সমাবেশ, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, মসজিদে মসজিদে দোয়া, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলাশহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এ.কে.এম. গালিভ খান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন,স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে শিশু সমাবেশ ও কেক কাটার আয়োজন করে জেলা প্রশাসন। পরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।  এছাড়া জেলা পুলিশ পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিবের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে দুপুরে জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে মিষ্টান্ন ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর জেলার বিভিন্ন মসজিদে মোনাজাত করা হয়।
বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক এ.কে.এম. গালিভ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। । আলোচনায় অংশগ্রহণ করেন- পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,আব্দুস সামাদ বকুল,নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুণ্ডু।
পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন  গোলাম ফারুক মিথুন, আমিনুল ইসলাম আবির। অন্যদিকে জেলার বিভিন্ন উপজেলা গুলোতে বঙ্গবন্ধুর জানমবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নানা আয়োজন করা হয়।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।