মেহেদি হাসান
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এ যথাযোগ্য মর্যাদায় ’ঐতিহাসিক ৭ মার্চ’ ২০২২ পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. দেলোয়ার হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার (অ.দা.) মো. শাহারিয়ার কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. দেলোয়ার হোসেন। সভার শুরুতে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব ) ড. মোস্তফা মাহমুদ হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, আইন অনুষদের সহকারী অধ্যাপক এস এম শহীদুল ইসলাম।