চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপন হয়েছে।  সোমবার জেলা ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদ্যাপন করে। জাতির পিতা বঙ্গবন্ধুকে জানতে সংবিধানের সংশ্লিষ্ট ধারা শিক্ষার্থীদের পড়ানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে ছিল  সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল পৌনে ৭ টায় আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জেলা শিশু একাডেমির ব্যবস্থাপনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে দিনব্যাপী ডকুমেন্টারি প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনী, বিকাল ৪ টায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর নাটক মঞ্চায়ন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার উল্লেখযোগ্য। 

সকাল পৌনে ৭ টায় আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এএইচএম আবুর রকিবসহ অন্যান্য কর্মকর্তা। 

বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ও আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রোকসানা আহমদ ও গোলাম ফারুক মিথুন। পরে বিভিন্ন বিষয়ে অুনষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।