মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে একদিনে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ২ হাজার ০৮৯ জন । শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ১ দিনে ১ কোটি করোনার টিকাদান কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে এই টিকা প্রদান করা হয়। তবে এ কার্যক্রম রোববার ও সোমবার পর্যন্ত চলবে।
জেলার ৫ টি উপজেলা ও ৪ টি পৌরসভার মোট ১৮৬টি টিকাদান কেন্দ্রসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯ টা থেকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়।
এর মধ্যে জেলার সদর উপজেলায় ৩৪ হাজার ৮৯ জন, শিবগঞ্জে ২৮ হাজার ১১২জন, গোমস্তাপুরে ২০ হাজার ৩৭জন, নাচোলে ১২ হাজার ৮৯ জন ও ভোলাহাট উপজেলায় ৭ হাজার ৭৬২জনকে টিকা প্রদান করা হয়। প্রতিটি কেন্দ্রে ২ জন টিকাদান কর্মীসহ ৩জন কওে স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন। সিভিল সার্জ জানান, জেলায় ৪৫ হাজার জনকে টিকাদানের লক্ষমাত্রা ধরা হয়েছিল। তবে দ্বিগুন ছাড়িয়েছে। এই তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ । শনিবার এ টিকা কার্যক্রম জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, পৌরসভার মেয়র বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।