মেহেদি হাসান
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা গণ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসক একেএম গালিব খান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধারা গণ, মহামান্য রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা। এছাড়াও শহীদ মিনারে জেলার সকল সরকারী দপ্তরের প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে।