মেহেদি হাসান
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি সারাদেশে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও ২৬ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মননা প্রদান করা হয়।
সম্মাননা হিসেবে প্রত্যেক নারী বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট, শাড়ি ও উত্তরীয় দেয়া হয়। এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলি, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুলসহ নারী বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা।