চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের ৮ দফা দাবিতে মানববন্ধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা শিক্ষক ও কর্মচারী ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

সকাল সাড়ে ১০টায় শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তারিক-ই-নূর জামাল। বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক ও কর্মচারী ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা বেগমসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন সমিত চ্যাটার্জি।

মানববন্ধনে বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা, করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রণোদনা ও ডিজিটাল উপকরণ সরবরাহ, ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।