মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মজুত রোধে করণীয় ও বাজার মনিটরিং জোরদারকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাছান, জেলা পাট উন্নয়ন অফিসার অজিত কুমার রায়। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক,জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ এরফান আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জোসনারা অটো রাইস মিলের চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান, নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকবর হোসেন, বাসরী অটো রাইস মিলের চেয়ারম্যান সামিউল হক লিটন, তাহমিদ অটো রাইস মিলের পরিচালক তসিকুল ইসলাম প্রমুখ।
সভাপতি জেলা প্রশাসক জানান, বাজারে খাদ্য যাতে কখনো কোনভাবে মজুদ রেখে খাদ্যের সংকট বা বাজার উদ্ধমুখী না হয় এবং এতে যাতে সাধারণ আয়ের মানুষজন বিপদে না পড়ে। তিনি আরো জানান, জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করা হবে। পাটের বস্তা ব্যবহার করার বিষয়ে তিনি ব্যবসায়ীদের সরকারি আদেশ মানার কথা জানান।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক,জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ এরফান আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার মিলারদের পক্ষ থেকে কখনো বাজারে চালের দাম বৃদ্ধি করা হয়না। এটি ব্যবসায়ীদের হাত বদলের বা স্থানান্তরের মাধ্যমে দাম বাড়ানো হয়। সরকারি নিয়ম নীতি মেনে চাল ব্যবসায়ীরা সারা বাংলাদেশে চাল সরবরাহ ও মজুত করে রাখে। তিনি আরো জানান, গত দুই মাসে কখনোই মিলারদের দ্বারা চালের দাম বাড়েনি। পাটের বস্তা ব্যবহারের ক্ষেত্রে তিনি পাট জাত মোড়ক বা বস্তার আমদানি বেশি ও দাম কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।