মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজ এগিয়ে চলেছে। সরকারের আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় তৃতীয় পর্যায়ে এসব গৃহ নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের মান যেন ঠিক থাকে সেজন্য চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক এ কে এম গালিভ খান প্রতিটি উপজেলায় নির্মাণাধীন গৃহগুলো পরিদর্শন করছেন এবং কাজের মানপর্যবেক্ষণ করছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ জানুয়ারি) তিনি জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারক ও ঝিলিম ইউনিউনের বাবু ডাইং এলাকায় নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি কাজের মান ঠিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খান সাংবাদিকদের বলেন-কাজের মান ঠিক রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের এই ঘরগুলো অসহায় দুঃখি মানুষের হাতে তুলে দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। সারাদেশেই আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ কোয়ালিটি ঠিক রেখে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩০টি গৃহ নির্মাণ করা হচ্ছে। এছাড়া ইতোঃপূর্বে ৬৩৮টি গৃহ নির্মাণ করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক বলেন- এটি মাননীয় প্রধানমন্ত্রীর আবেগ, দেশে কোনো মানুষই গৃহহীন থাকবে না। এই কাজটি আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করছি। এসময় ওই এলাকায় প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন।
এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ উপস্থিত ছিলেন।