মেহেদি হাসান
‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২০২২’ এর উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আবৃত্তি উৎসবে যোগদান করেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মো. মহসীন মৃধা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলসহ অন্যরা।
জেলা প্রশাসক জেলায় আবৃত্তি পরিষদ গঠন এবং আঞ্চলিকতা থেকে বেরিয়ে এসে শুদ্ধ উচ্চারণে আবৃত্তি এবং এ জন্য অনুশীলন করার আহ্বান জানান। পরে জেলার আবৃত্তিকাররা আবৃত্তি করেন।