মেহেদি হাসান
নবাগত জেলা প্রশাসক এ কে এম গালিব খান বলেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়ন, আইন শৃংখলার উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহমুক্ত করনে দ্রুত কর্মপরিকল্পনা তৈরী করে সকলকে নিয়ে কাজ করা হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালের নির্বাচনে যে ডিজিটাল বাংলাদেশের নির্বাচনী ইসতেহার ঘোষনা করেছিলেন তা এখন আর কল্পনা নয় এখন তা দেশের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশে বড় বড় মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে চলেছেন। আগামীতে তিনি ২১০০ সালে ডেল্টা প্লান এর পরিকল্পনা করেছেন। এর আগে ২০৭১ সালে একটি ও ২০৪১ সালে যে পরিকল্পনা হাতে নিয়েছেন এগুলো বাস্তবায়ন হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা সম্পর্নরুপে প্রতিষ্ঠিত হবে।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের সভাপতিত্বে ও আবু সাদাত সায়েম এর উপস্থাপনায় কর্মকর্তা, জনপ্রতিনিধি/বিশিষ্ট ব্যক্তিবর্গএবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবির, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি/বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।