চাঁপাইনবাবগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু!

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রাজশাহী গামী ( ৬ ডাউন ) রাজশাহী এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে নসিমনের চালক সহ ৩ জেলে শ্রমিক নিহত হয়েছে।

নিহতরা সবাই সোমবার সকালে (২৪ জানুয়ারি) নিউমার্কেট মাছ বাজার থেকে মাছ বিক্রি শেষে নসিমন গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। নিহতরা হচ্ছে পৌরসভার ৩ নং ওয়ার্ডের আলিনগর ভুতপুকুর এলাকার মৃত রইসুদ্দিনের ছেলে সেহের আলি (৪৫), একই এলাকার মৃত গরিবুল্লাহর ছেলে ফুলচান আলি (৫০) ও নসিমন চালক সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের মানিক চানের ছেলে নাইমুল (৪৫), এরা সবাই জেলে শ্রমিক ছিলো।

দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান নগদ ২৫ হাজার টাকা তুলে দেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।

দুর্ঘটনার বিষয়ে সহকারী চীপ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট,রাজশাহী,(পশ্চিম) মোঃ আব্দুল আওয়াল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন ইতিমধ্যেই দুর্ঘটনার কারন তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলের পক্ষ থেকে ।

রেললাইনের ধার ঘেঁষে বাড়িঘর গড়ে উঠায় যত্রতত্র রেলক্রসিং গড়ে উঠার কারনে দুর্ঘটনা ঘটছে বলে মনে করে সচেতন মহল।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।