মেহেদি হাসান
শীতার্তদের পাশে দাঁড়িয়েছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়। বুধবার (১২জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ১০ও ১১নং ওয়ার্ডের অসহায় দুঃস্থ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুুষ্ঠানে অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোঃ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.দুররুল হোদা, রেজিস্টার (ভারপ্রাপ্ত) ড. মোস্তফা মাহমুদ হাসান । ডা. দুররুল হোদা তার বক্তব্যে এই উদ্যোগের জন্য এক্সিম ব্যাংকের এই মহতী উদ্যোগের জন্য এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুুমদারসহ বোর্ড অব ট্রাস্ট্রিজ এর অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়টি চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করে আসছে।