চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪ ইউপি নির্বাচনে স্বতন্ত্র ৮, আওয়ামী লীগের ৬ প্রার্থী বিজয়ী

মেহেদি হাসান

পঞ্চম ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ টি তে স্বতন্ত্র প্রার্থী ও ৬টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে।   বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটারগণ। ১৩৪টি ভোট কেন্দ্রে ভোটার ছিল ২ লাখ ৬৭ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ২৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১৯৪ জন।

এই তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবীর।  এবার চেয়ারম্যান পদে ৬৫ জন, ৪২টি সংরক্ষিত ওয়ার্ডে ১৭৩ জন এবং ১২৬টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৫৪৯ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

এর মধ্যে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন।  আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।  তিনি ভোট  পেয়েছেন ৮৩১৩, স্বতন্ত্র প্রার্থী ইখতিয়ার উদ্দিন (মোটরসাইকেল) ৭৪২৩, দুরুল হোদা (আনারস) ৪২৭০ ও মতিউর রহমান (ঘোড়া) ৫৪।

নারায়ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নাজির উদ্দিন বিজয়ী হয়ে ভোট পেয়েছেন ৪৪৭৬, আওয়ামী লীগের শহিদুল ইসলাম (নৌকা) ২৭৮, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. আলমগীর কবির (মোটরসাইকেল) ৩৪৩১, মোসা. নূরজাহান বেগম (চশমা)৩৫,মো. আজিম উদ্দিন (আনারস)  ১৫৪৩ ভোট।

চরবাগডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে  শাহীদ রানা টিপু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৮৪৪, আওয়ামী লীগের ওমর আলী (নৌকা) ৫৬৭৯,কামরুল হোদা (লাঙ্গল) ৪৭,নিজাম উদ্দিন (ঘোড়া)৪৩, রফিকুল ইসলাম বুলবুল (আনারস) ৯২৫, শওকত আলী (চশমা) ৪৪ভোট।  

শাহজাহানপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম (আনারস) ৯০৪০, আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম (নৌকা) ৩৩৯৯,স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর (টেলিফোন)৪৯,  মিজানুর রহমান (চশমা)৩২ ও সাদিকুল ইসলাম (মোটরসাইকেল) ১৪৫২ভোট।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ভোট পেয়েছেন ৬৭৮৪, স্বতন্ত্র প্রার্থী মো. আকতারুজ্জামান (মোটরসাইকেল) ৫২৪০, মো. জিয়াউর রহমান (চশমা) ৩৪, ও মো. মোহরুল হক (আনারস)৪৪৫০ ভোট পেয়েছেন।

দেবীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. হাফিজুর রহমান (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ভোট পেয়েছেন ৬৬০৫, স্বতন্ত্র প্রার্থী আ.ক.ম. সাহেদুল আলম বিশ্বাস (আনারস) ৬১৩৮, মো. আফজাল হোসেন (চশমা) ১৪০৩, মো. কামরুজ্জামান (মোটরসাইকেল) ২২০ ও মো. হাবিবুর রহমান (অটোরিকশা) প্রতীক নিয়ে ০৬ ভোট পেয়েছেন।

আলাতুলি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী  জয়নাল আবেদীন (আনারস) প্রতীক নিয়ে ২৭২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । কামরুল হাসান কামাল (নৌকা) ১২৩৫ এসরাইল হক (ঘোড়া) ১৯৩১,  ও নাজিমুল হক (মোটরসাইকেল) ১০৮৩ ভোট পেয়েছেন।

চরঅনুপনগর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী  এস আব্দুল বাদী বাদশা (চশমা). প্রতীক নিয়ে  ২৭১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । আওয়ামী লীগের সেরাজুল ইসলাম (নৌকা) ২৬০২,বিএনপির জহিরুল হক বিশ্বাস বুলু (মোটরসাইকেল)২৪৩০,ও গোলাম কিবরিয়া (আনারস) ২৪ ভোট পেয়েছেন।

রানীহাটি ইউনিয়নে  স্বতন্ত্র প্রার্থী মো. রহমত আলী (আনারস) প্রতীক ১০৪৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের মোহা. জাকারিয়া (নৌকা) ১৪৯৮, স্বতন্ত্র প্রার্থী মোহা. হাবিবুর রহমান (চশমা) ৭১২৭, মো. আব্দুল অদুদ (মোটরসাইকেল)১৯৮, মো. দুরুল হোদা (ঘোড়া) ১৩৪৩ ভোট পেয়েছেন। 

মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের নাহিদুল ইসলাম রাজন (নৌকা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন ৮২১৬, স্বতন্ত্র প্রার্থী মোহা. জোনাব আলী (চশমা) ২৩৯৩, মো. আশরাফুল ইসলাম (অটোরিকশা) ৯৭০, শরিফুল ইসলাম (মোটরসাইকেল) ২৫৩৯,  সিরাজুল ইসলাম সেমাজুল ঘোড়া ৫৬৬, মো. সালাম (আনারস) ২৯৭১প্রতীকে ভোট পেয়েছেন।

ঝিলিম ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী হয়েছেন- গোলাম লুৎফুল হাসান (নৌকা) ৮৪৬৩, নুরুল ইসলাম নুরু (আনারস)৬৬৮৯ ও শাহজাহান আলী সাজু (মোটরসাইকেল) ৬২৫ ভোট পেয়েছেন। 

গোবরাতলা ইউনিয়নে  চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম (চশমা) ৭১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । আরাফুল ইসলাম আজিজি (নৌকা) ৪৬৬৭,তাশেম আলী (আনারস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৪১৩। 

বারঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান   আওয়ামী লীগের হারুন অর রশিদ (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন তিনি ভোট পেয়েছেন ৪৭০৭,স্বতন্ত্র প্রার্থী আল আমিন (মোটরসাইকেল) ২১৪১, আসলাম উদ্দিন (চশমা) ৩৩৭২, মো. কামরুজ্জামান (আনারস)১৩৮৯ নাইমুল হক (ঘোড়া) ১৫৩২, ফিরোজ কবির (অটোরিকশা) ১৩৪৯, সাদিকুল ইসলাম (টেলিফোন) ৩৯৯ ভোট পেয়েছেন। 

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু হেনা মো. আতাউল হক (ঘোড়া) প্রতীক নিয়ে ৯৮৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তরিকুল ইসলাম (নৌকা) ৪৯৭৭, মুহাম্মদ মুতাসিম বিল্লাহ (চশমা) ১২৭, একরামুল হক (মোটরসাইকেল) ৭৪৬৮, মো. আতাউর রহমান (আনারস)  ২৩৬ ভোট পেয়েছেন। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।