বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে মনের আনন্দে বাড়ি ফিরে আলোর পাঠশালার শিক্ষার্থীরা

মেহেদি হাসান

বই উৎসব না হলেও বছরের প্রথম দিন শনিবার নতুন বই মনের আনন্দে বাড়ি ফিরেছে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীরা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিটি শ্রেণিকক্ষে সামাজিক দূরত্ব মেনে এসব বই বিতরণ করা হয়। 

বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় দুটি পর্বে। প্রথম পর্বে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বই দেয়া হয়। তাঁদের একটি বিষয়ে ক্লাস নিয়ে ছেড়ে দেয়া হয়। এরপরে দ্বিতীয় পর্বে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে এর ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শ্যামল মার্ডী বলে, বছরের প্রথম দিনে নতুন বই নিতে এসে উৎসবে অংশ নিতে পারি। অনেক আনন্দ হত। কিন্তু এবার এ উৎসব না হওয়ায় শ্রেণিকক্ষে বসেই বই নিতে হয়। তবু নতুন বইয়ের ঘ্রাণ নিতে পেরে অনেক আনন্দ লাগছে। 

চতুর্থ শ্রেণি শিক্ষার্থী মোসা. তাহারিমা বলে, বই উৎসবে বই নিতে এসে অনেক আনন্দ হত। এদিন সবাই আমরা পোশাক পড়ে দলবেধে ইসকুলে আসতাম। বই নিয়ে আনন্দে লাফিয়ে উঠতাম। যেতে যেতে রাস্তার ধারে কোনখানে সকলে গোল হয়ে বসে পড়ে নতুন বইয়ের ছবি দেখতাম। গন্ধ শুঁকতাম। মনের আনন্দে বাড়ি ফিরতাম। আজকে উৎসব না হলেও নতুন বই পাওয়ার আনন্দ আগের মতই আছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীদের আনন্দের সীমা থাকে না। বই পেয়ে একেতো উচ্ছসিত হয় তারা। আবার বই নিয়ে বাড়ি ফেরার পথেও দলবেধে বসে পড়ে নতুন বইয়ে থাকা ছবি দেখতে ও ঘ্রাণ নিতে। এমনি করেই তারা দুপুর গড়িয়ে দেয়। খুশি মনে হই-হুল্লোর করতে করতে বাড়ি ফিরে শিক্ষার্থীরা। তাদের আনন্দ দেখে আমাদের মনটাও প্রশান্তিতে ভরে ওঠে। 

বই বিতরণের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, অভিভাবক কার্তিক কোল টুডু, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুরমুসহ সকল সহকারী শিক্ষকবৃন্দ। 


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।