মেহেদি হাসান
এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে মাদক ও বাল্যবিবাহ রোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এডাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও বিভাগীয় সমন্বয়কারী কে, এম ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আখতার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়া, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাঃ হারুন-অর-রশিদ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এডাব, চাঁপাইনবাবগঞ্জ সদস্য সচিব ও আইএফবিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসেন মামুন। সভায় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ রাকিবুল হাসান ও দশম শ্রেণির ছাত্রী মোসাঃ আজিজা মুস্তারী ছাত্র-ছাত্রীদের করণীয় ও প্রতিশ্রæতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। আলোচনা সভায় শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পেশার প্রায় ১২০ জন অংশগ্রহন করেন।