মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য পদপ্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা নির্বাচন অফিস এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ বলেন- ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর থাকবে। যার জনপ্রিয়তা থাকবে তিনি পাস করবেন। আর যার নেই তিনি পরাজিত হবেন। নির্বাচনে হারজিত থাকবেই। তাই বলে রাস্তায় শুয়ে পড়া কিংবা গণ্ডগোল সৃষ্টি করা যাবে না। কোনোভাবেই আইন-শৃঙ্খলার অবনিত সহ্য করা হবে না। বিধি লংঘনকারীদের বিরুদ্ধে পুলিশ ও নির্বাচন অফিস কঠোর ব্যবস্থা নিবে।
সভায় পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, এসি ল্যাণ্ড খাদিজা বেগম, সদর উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবীর উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে চেযারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ব্যালটে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। এবার চেয়ারম্যান পদে ৬৫ জন, ৪২টি সংরক্ষিত ওয়ার্ডে ১৭৩ জন এবং ১২৬টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৫৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।