মেহেদি হাসান
একমাসের অধিক সময় ধরে স্টেডিয়াম ও নিউমার্কেটের সামনের রাস্তাটি ড্রেনের উপচিয়ে পড়া নোংরা পানিতে সয়লাব হয়ে পড়ে থাকার পর অবশেষে মেয়র মোঃ মোখলেসুর রহমানের হস্তক্ষেপে ভোগান্তি ও দুগন্ধ থেকে শান্তি পেয়েছে ঐ রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো মানুষ। ভোগান্তি দূর হওয়ায় স্থানীয় ব্যবসায়ীও সাধারণ মানুষগণ নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমানকে ধন্যবাদ জানান।
স্থানীয় ব্যাবসায়ী ও চলাচলকারী মানুষের সাথে কথা বলে জানা যায়, স্টেডিয়ামের পূর্ব পাশে থাকা ড্রেনটি ভরাট ফেলে বন্ধ করে দেওয়ায় নিউমার্কেট,মাছ বাজার, কাঁচা বাজার এলাকার পানি এ ড্রেন দিয়ে বের হতে না পারায় ড্রেন উপচিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ নিয়ে চাঁপাই নিউজ ডট একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি মেয়রের নজরে আশায় তিনি ঢাকা থেকে ফিরে সরেজমিন পরিদর্শন করে পৌরসভা নির্বাহী প্রকৌশলীকে নিয়ে ২৪ ঘন্টার মধ্যে একটি সংস্কারের নির্দেশ দেন।
মেয়র মোখলেসুর রহমান জানান, নির্বাচিত হওয়ার পর ঢাকায় পৌরসভার কাজে থাকায় এটি পরিদর্শন করা হয়নি। ঢাকা থেকে এসেই তিনি প্রথমে জমে থাকা ড্রেনের পানি ও দুগন্ধ দুর করার প্রয়োজনীয় ব্যবস্থা করেন। তিনি আরো জানান, নতুন পরিষদ শ্রীঘই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সমস্যাগুলো সনাক্ত করে জনদুর্ভোগ দূর করার ব্যবস্থা করবেন।