আজ থেকে চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা

মেহেদি হাসান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে ‘বঙ্গবন্ধু বইমেলা’ শুরু হচ্ছে । সপ্তাহব্যাপী এ বইমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে এ বইমেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

শেষ মুহূর্তে মেলার প্রস্তুতি চলছে জোরেশোরে  শনিবার রাতে  সরেজমিন দেখা যায়, স্টল নির্মাণে ব্যস্ত সময় পার করছেন এর কারিগররা। স্টলের সামনে গ্রামীণ আবহ ফুটিয়ে তুলতে খড়ের চালা দিয়ে একটি ছাউনি করা হচ্ছে। এ সময় এসব কাজ তদারকি করছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) আহমেদ মাহবুব-উল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসফাত জাহান, সদর উপজেলা এসিল্যান্ড খাদিজা খাতুন, আরডিসি আনিসুর রহমান,এনডিসি চন্দন কর, শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলসহ অন্যরা।

এবারের বইমেলায় জেলার ৫৫ জন স্থানীয় লেখকের বই নিয়ে থাকছে স্টল। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি ঢাকা থেকে প্রথমা, অনন্যা, বেঙ্গল, ইউপিএল, বাঙালি, গ্রন্থ কুটিরসহ আরো বেশ কয়েকটি প্রকশনা সংস্থার স্টল দিচ্ছে বলে জানা গেছে। বইমেলায় মোট ৩০টি স্টল থাকছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং সবার জন্য উন্মক্ত থাকবে।

আজ সকাল ১০টায় প্রথম দিনে স্থানীয় লেখকদের বরণ করে নেয়া হবে। এরপর ভার্চুয়ারি বইমেলার উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক কে এম আলী আজম। সমাপনী দিনে লেখকদের সংবর্ধনা দেয়া হবে।

মেলাকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে সাত দিনব্যাপী মেলা চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল রবিবার বেলা ১১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় বিতর্ক প্রতিযোগিতা, বিকেল ৪টায় আলোচনা সভা (রাজনীতির কবি), সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশাত্মবোধক গান ও গম্ভীরা); ১৩ ডিসেম্বর সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় কুইজ প্রতিযোগিতা ‘বঙ্গবন্ধুকে জানি’, বিকেল ৪টায় ‘নজরুলের গান-কবিতায় দেশপ্রেম এবং মুক্তিকামী চেতনা’ বিষয়ে আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (নজরুল সন্ধ্যা); ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ছায়া নাটক ‘সিঁড়ি’র প্রদর্শনী; ১৫ ডিসেম্বর সকাল ১০টায় মাদক, বাল্যবিবাহ এবং জঙ্গিবাদবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৪টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইপাঠ প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (রবীন্দ্র সন্ধ্যা); ১৬ ডিসেম্বর বিকেল ৪টায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় বিজয় সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান; ১৭ ডিসেম্বর সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বিকেল ৪টায় লালন সংগীত ও সন্ধ্যা ৬টায় বাউল সংগীত পরিবেশন এবং ১৮ ডিসেম্বর সকাল ৯টায় লেখকগণের স্মৃতিচারণ, বিকেল ৪টায় লেখকগণকে সংবর্ধনা, সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় স্থানীয় লেখকদের, যারা চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেছেন তাদের গুরুত্ব দেয়া হচ্ছে। এদের মধ্যে রফিকুন নবী (কার্টুনিস্ট রণবী), প্রয়াত নাট্যকার মমতাজউদদীন আহমেদ, অধ্যাপক মেসবাহ প্রফেসর ড. মযহারুল ইসলাম তরু সহ আরো অনেকের প্রকাশিত বই নিয়ে স্টল থাকবে, বিক্রি এবং প্রদর্শনের জন্য। লেখকদেরকে মেলার সমাপনী দিনে সংবর্ধনা দেয়া হবে। এছাড়া তাদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। মেলাকে আকর্ষণীয় করে তুলতে ঢাকা থেকে প্রথমা, অনন্যা, বেঙ্গল, ইউপিএলসহ বেশ কয়েকটি প্রকাশনা আসছে স্টল দিতে। মেলাকে প্রাণবন্ত করতে বিভিন্ন কর্মসূচিও বঙ্গবন্ধু মঞ্চে পালিত হবে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।