মেহেদি হাসান
শিল্প-সংস্কৃতির আলো ছড়িয়ে দেয়ার লক্ষে ও সৃজনশীল মানিবক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ২ দিনের সাংস্কৃতিক উৎসব। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি এই উৎসবের আয়োজন করেছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কু-ু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা অ্যাকাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মাহবুবুল আলম, কেচ্ছা কাহিনী পরিবেশন করেন নবাবগঞ্জ গম্ভীরা দল ও বাউল গান পরিবেশন করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাউল আব্দুস সামাদ ও তার দল।