মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে ছোটভাই মোমিনুল ইসলামকে(২৬) হত্যার দায়ে বড়ভাই সুফিয়ান হককে(৪০) যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। সোমবার (২২নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম একমাত্র আসামীর অনুপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। মোমিনুল ও সুফিয়ান শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিযনের পারকালুপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান,গত ২০১৩ সালের ২০ জুলাই নিজ বসতবাড়ির নিকট পায়খানা নির্মাণের সময় বড়ভাই সুফিয়ানের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সুফিয়ানের হাসুয়ার কোপে নিহত হন মোমিনুল। এ ঘটনায় ওইদিনই শিবগঞ্জ থানায় সুফিয়ানকে আসামী করে মামলা করেন নিহত মোমিনুলের স্ত্রী সীমা বেগম। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক বানী ইসরাইল ওই বছরের ৩০ সেপ্টেম্বর সুফিয়ানকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। সোমবার পলাতক সুফিযানকে দোষি সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।