মেহেদি হাসান
জ্বালানি তেল, গ্যাস ও পরিবহনের ভাড়া বৃদ্ধি ও নিত্যপণ্যের দাম ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রদল ও নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জাসদ ছাত্রলীগ পৃথকভাবে এই কর্মসুচি পালন করে।
জাসদ ছাত্রলীগ : গতকাল বুধবার একই সময়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সদর উপজেলা ও পৌর জাসদ ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- জেলা জাসদের সহসভাপতি নিয়ামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল মজিদ, পৌর জাসদ ছাত্রলীগের সভাপতি আজগার আলী মানিক, নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হোসেন, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, সাধারণ সম্পাদক তসিকুল রেজা খান তনু, জেলা শাখার আর্থ সম্পাদক সাকলাইন মোস্তাক, সদর উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীম বাবু, পৌর জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাহিদ।
জেলা ছাত্রদল : মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহসভাপতি মোস্তাফিজুর রহমান বুলবুল, সহসভাপতি নুরুজ্জামান রিপন, সহসভাপতি সাদমান সাকিব লিপু, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক তানভীর শাকিব, সহ-আইন বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, সহ-স্কুল বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন বিশ্বাস।
উভয় মানববন্ধনে বক্তারা দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও এলপিজি গ্যাসসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ করার দাবি জানান।