মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন হাল নাগাদ করায় পৌর পরিষদকে অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার সম্মেলন কক্ষে সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, প্যানেল মেয়র-১ মো. সাইদুর রহমান, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গরি কীবর, ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ৪ ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল উদ্দিন, পৌরসভার সচিব মামুন অর রশিদ, র্নিবাহী প্রকৌশলী সেলিম উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবীব। স্বাগত বক্তব্য দেন পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল।
অনুষ্ঠানে বক্তারা বলেন-মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম গত ৫ বছরে বকেয়া বিদ্যুৎ বিল, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিষদ করেছেন। এই পরিষদের আমলে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।
মেয়র তার বক্তব্যে বলেন, আমার দায়িত্ব গ্রহনের পর সবসময় পৌর পরিষদকে স্বচ্ছতার সহিত পরিচালনা করার চেষ্ঠা করেছি। কখনো নিজের জানামতে কোন প্রকার দুর্নীতি করার চেষ্ঠা করিনি। পৌরসভার ৫ বছরে বকেয়া বিদ্যুৎ বিল, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন, পরিবহন খাতের বিল, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনসনের টাকা যথাক্রমে পরিশোধ করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আমি আশা করি আগামীতে যে পরিষদ দায়িত্ব গ্রহণ করবে তারাও পৌরসভার স্বার্থে কাজ করে যাবে।