মাটি খুঁড়তে মিলল ব্যাংকভর্তি ধাতব মুদ্রা

মেহেদি হাসান

শিবগঞ্জে সেপটিক ট্যাংকির খুঁড়তে গিয়ে মিলেছে ব্যাংকভর্তি ধাতব মুদ্রা। রোববার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে বাগবাড়ি গ্রামের গাজলুর ছেলে মোহাম্মদ মুসা নিজ বাড়িতে নতুন বাথরুম নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। এ সময় কোদালের আঘাতে একটি মাটির ব্যাংক ভেঙে যায়। সে ব্যাংক থেকে ১৪৫টি সিলভার ও সোনালী রঙের ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। মুদ্রাগুলোয় উর্দুতে অস্পৃষ্ট করে লেখা আছে। তবে কি লেখা আছে জানাতে পারেনি পুলিশ।

শিবগঞ্জ থানার এসআই জুয়েল রানা জানান, স্থানীয়দের দেয়া খবরে মুদ্রাগুলো জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- পাকিস্তান আমলের এসব মুদ্রা। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পাকিস্তান আমলে এসব এলাকায় হিন্দুদের বাড়ি ছিল। তারায় মাটিতে মুদ্রাসহ ব্যাংক লুকিয়ে রাখতে পারেন। ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।