মেহেদি হাসান
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরা গণসংযোগ অব্যাহত রেখেছেন। সোমবার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. মোখলেসুর রহমান মসজিদপাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। দুপুরে দরগাপাড়ায় মহিলা সমাবেশে তিনি বক্তব্য রাখেন। আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল হুদা অলক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সান্তনা হক, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আকতার। সমাবেশ সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যা কমিউনিটি সেন্টারে জেলা মিল মালিক ও আতফ ধান চাল ব্যবসায়ী সমিতির সদস্যদের সমাবেশে যোগদান করেন। এছাড়া বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন।
অপর দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী সামিউল হক লিটন। গতকাল সোমবার মসজিদপাড়া, বিদিরপুর, গনকা, মহাডাঙ্গা, শেহালা, সিসিডিবি মোড়, ঢাকা বাসস্ট্যান্ড, হুজরাপুরসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে সামিউল হক লিটন বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে সামিউল হক লিটন মোবাইল ফোন প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. নজরুল ইসলাম বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি সোমবার পৌরসভার ৯নং ওয়ার্ডের মাওড়ি, দক্ষিণ মাওড়ি, অধির মোড়, শংকরবাটী কাটাবাগান এলাকায় গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় ৪নং ওয়ার্ডের চৌহদ্দিটোলায় পথসভায় বক্তব্য প্রদান করেন।
এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেরা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসিসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও পথসভা থেকে নজরুল ইসলাম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।