ভোটারদের দ্বারে দ্বারে স্বতন্ত্র প্রার্থী লিটন- উন্নত পৌরসভা গড়ার প্রতিশ্রুতি

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সামিউল হক লিটন সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে নতুন করে গড়ে তোলার নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। সম্প্রীতির রাজনীতি, পরিবর্তনের রাজনীতির প্রতিশ্রুতি ছাড়াও উন্নত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও তার ডাকেস্বতঃস্ফূর্ত সাড়াদিচ্ছেন। শুক্রবার সকালে শহরের বটতলাহাট ,বিকেলে নতুনহাট, শনিবার সকালে  জোড়গাছী, মালোপাড়া, হাজীপাড়া, দুপুরে ১৯৮৬ ব্যাচের বন্ধুদের সাথে ও বিকেলে চরমোহনপুর, শিয়ালা কলোনী  এলাকায় সুশৃঙ্খলভাবে গণসংযোগ করেন সামিউল হক লিটন। এছাড়াও গতকাল  শহরের বিভিন্ন এলাকায় পূজামণ্ডপও পরিদর্শন করেন তিনি

সামিউল হক লিটন বলেন, সুন্দর সম্প্রীতির রাজনীতি চাঁপাইনবাবগঞ্জবাসীকে উপহার দিতে চাই। আমি পরিচ্ছন্ন রাজনীতি চাই। সবাইকে পরিচ্ছন্ন রাজনীতিতে যোগ দেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নির্বাচিত হলে শহরে মাদকসহ অন্যান্য অপরাধমূলক সামাজিক ব্যধিগুলো দূর করা হবে। এলাকাভিত্তিক সমস্যা সমাধান করা হবে। রাস্ত-ঘাট পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানো হবে। নির্বাচিত হলে স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে মেয়র প্রার্থী সামিউল হক লিটন বলেন, কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের একটি পূজামণ্ডপে সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনাটি আমাদের স্তম্ভিত করেছে। আমরা ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা চাই সম্প্রীতির রাজনীতি। চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিদ্যমান। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা চাঁপাইনবাবগঞ্জকে সম্প্রীতির একটি মডেল শহর হিসেবে গড়ে তুলেতে চাই বলে জানান লিটন

গণসংযোগকালে সড়কের দুই ধারে নারী-পুরুষরা দাঁড়িয়ে সামিউল হক লিটনকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। অনেক মুরব্বী লিটনের মাথায় হাত বুলিয়েও দেন। সময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি আজকে আপনাদের দোয়া চাইতে এসেছি। আপনাদের দোয়াই আমার একমাত্র ভরসা। আমি মেয়র পদে নির্বাচন করছি। আমি চাঁপাইনবাবগঞ্জকে বাসযোগ্য করে গড়ে তুলতে চাই। যানজট, দুষণমুক্ত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণে কাজ করতে চাই। সময় তার কর্মী-সমর্থকদের সুশৃঙ্খলভাবে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেন সামিউল হক লিটন। 

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।