মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বনশ্রিধর মিশ্র। রোববার সন্ধ্যায় শহরের স্কাই ভিউ ইনন হোটেলে চেম্বারের সভাপতি মো. এরফান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের সচিব মিসেস রিয়া সেটি, দ্বিতীয় সচিব মিস্টার রঞ্জন যাদব। স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সভাপতি মোঃ এরফান আলী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বােরের সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক কবিরুল ইসলাম খান, মাইনুল ইসলাম, বাহরাম আলী, শাজাহান আলী, উজারের তপন,মোঃ মালেক, এম কোরাইশি মিলু, শহীদুল ইসলাম শহীদ, রুহুল হুদা পলাশ।
নেপালের রাষ্ট্রদূত ড. বনশ্রিধর মিশ্র বলেন, বাংলাদেশ ও ভারতের সাথে নেপালের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশ এবং নেপালের বাণিজ্য স্থলবন্দরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আগামীতে আরো বেশি গভীর হবে। বাংলাদেশ এখন পৃথিবীতে একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অর্থনীতি বিশ্বে অবদান রাখছে। শুধু তাই নয় বাংলাদেশের এখন বড় বড় স্থাপনা নিজস্ব অর্থায়নে চলমান রয়েছে কিছু কিছু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । বাংলাদেশের যেকোন বিপদের সময় নেপাল এবং নেপালের বিপদের সময় বাংলাদেশ সহায়তা করে থাকে।
ড. বংশ্রিধর মিশ্র দুই দেশের স্বাধীনতার ইতিহাস বর্ণনা করে জানান, ঐতিহাসিক গত ভাবে নেপাল-বাংলাদেশ দু'দেশই পর্যটন ক্ষেত্রে অবদান রাখছে। তাই বাংলাদেশ থেকে বহু পর্যটক নেপালে ভ্রমণ করতে যায় সাধারণত দেখা যায় যারা বাংলাদেশ থেকে ভারত সফর করেন তারাই আবার নেপালে গিয়েও ভ্রমণ করে আসেন। এক্ষেত্রে বিড়ম্বনার শিকার হলেও সরাসরি বাংলাদেশ টু নেপাল যাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে যাতে কোন পর্যটক এর অসুবিধা না হয় সে ক্ষেত্রে নেপাল অ্যাম্বাসী সহায়তা করে থাকে।