মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন রাসেল সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঠিকাদার সমিতির অফিস সহকারী মো: ডাবলুর হাতে পদত্যাগ পত্রটি জমা দেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, বর্তমান নির্বাচিত ক্যাবিনেটের ২ থেকে ৩ জন সদস্যের বিরোধীতার কারনে তার স্বাধীনভাবে কাজ করতে বাধা সৃষ্টি হচ্ছে। সমিতিতে বিভিন্ন রকম অনিয়ম হচ্ছে। ঠিকাদার সমিতির ফাণ্ডে টাকা থাকা সত্বেও কয়েকজন ক্যাবিনেট সদদ্যের ঘোর বিরোধিতার কারনে মৃত সদস্যেদের পরিবারের নমিনীকে আর্থিক সহায়তা করতে পারছেননা। যা সমিতির সাংবিধানিক বিরোধী কাজ।
তিনি আরো জানান, আমরা সাংবিধানিক পোস্ট, উপদেষ্টা পরিষদ গঠন করতে ব্যর্থ হয়েছি। তাছাড়া বর্তমান পরিষদের মেয়াদ শেষ। কিন্তু কয়েকজন নির্বাহী সদস্যের বিরোধিতার কারনে পুনরায় নির্বাচন প্রক্রিয়া বা সাধারণ সভা এখন পর্যন্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে রুহুল আমিন রাসেলকে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, আমি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি। নির্বাচনের সময় সদস্যদেরকে দেয়া কথামত কাজ করতে বাধা সৃষ্টি হওয়া ও সমিতিতে বিভিন্ন অনিয়ম থাকায় আমি এ সিধান্ত গ্রহণ করেছি। তবে আমি সমিতির কোন পদে আগামীতে থাকি আর না থাকি আজীবন সকল সদস্যের বিপদে আপদে কাজ করে যাব। এ বিষয়ে ঠিকাদার সমিতির সভাপতি সৈয়দ জিয়াউল হক জীবনকে এ বিষয়ে জানার জন্য মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।