মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শ্রীশ্রী রাধাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্দোগে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা শহরের চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরে এক আলোচনা সভা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শ্রীশ্রী ভগবদ্গীতা গীতা পাঠ করেন শ্রীমতি দীপিকা রানী পাল।
সভায় প্রধান আলোচক ছিলেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী। বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাবলু কুমার ঘোষ, সদস্য সচিব শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন বাবু, পৌর শাখার সভাপতি শ্রী সঞ্জম ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সাহা, পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস ও শ্রী সোমেন সাহা । সভা সঞ্চালনা করেন শ্রী নিতাই কর্মকার।