মেহেদি হাসান
উদ্যোগ গ্রহণ করি, বেকারত্ব দূর করি এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ৫দিন ব্যাপী শিল্পোদ্যোক্তা প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি থেকে এ কোর্সের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁ।
বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষন কোর্সে উপস্থিত ছিলেন, বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের প্রত্যেকের সামনে এগিয়ে যেতে একটি লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করে এগাতে হবে। আমাদের দক্ষ মানব শক্তিতে রুপান্তর করতে কাজে লাগবে বিসিকের প্রশিক্ষন। কিন্তু প্রশিক্ষন নিয়েই কিন্তু হাল ছেড়ে দিলে চলবেনা। প্রথম পর্যায়ে একটু ধাক্কা খেলেও তাকে শক্ত করে সাহসিকতার সহিত ব্যবসা বানিজ্য করতে হবে। এত অবশ্যই একদিন সফলতা আসবেই।