মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বাড়ির হোল্ডিং,জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সুবিধা চেয়ে মানববন্ধন করেছে পৌর এলাকার ১১নং ওয়ার্ডের সাধারণ নাগরিকগণ।
শনিবার বিকেলে চর ইসলামাবাদ এলাকায় সাধারণ নাগরিকের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, সমাজসেবক দুরুল হুদা, মোহাম্মদ বাহার আলী ।
মানববন্ধন বক্তাগণ জানান ১৯৮৭ সালে চর ইসলামাবাদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মধ্যে গঠন করা হলেও সীমানা জটিলতায় এখানকার নাগরিকগণ ছেলেমেয়েদের জন্য জন্ম নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। হোল্ডিং ট্যাক্স না থাকায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের জন্ম নিবন্ধন সনদ জমা দিতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। অথচ তারা দীর্ঘদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভোটাধিকার প্রদান করে আসছে। এলাকায় পৌরসভার নাগরিক সেবা পাওয়ার জন্য তারা পৌরসভার মেয়রের কাছে জরুরিভাবে এলাকাকে পৌরসভায় অন্তর্ভুক্ত করে পৌরসভার সকল নাগরিক সুবিধা প্রদানের আহ্বান জানান।