মেহেদি হাসান
জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গৃহীত প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সনাকের উদ্যোগে ‘করোনাকালে জলবায়ু অর্থায়নে সুশাসন : অংশীজনের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় আলোচকগণ এই অঙ্গীকার ব্যক্ত করেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল ৫ টায় অনলাইন প্লাটফর্ম গুগল মিট এর মাধ্যমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা’র সভাপতিত্বে আলোচনায় অতিথি/আলোচক হিসেবে যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্পসারণ অধিধরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষে নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সামাজিক বনায়ন জোন চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, সেভ দ্যা নেচার চাঁপাইনবাবগঞ্জ এর প্রধান সমন্বয়ক রবিউল হাসান ডলার।
আলোচনায় স্বাগত বক্তব্য দেন সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপকমিটির আহবায়ক ড. দীপালী রাণী দাস। বিষয় ভিত্তিক ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবি’র রংপুর ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহসভাপতি উম্মে সালমা হ্যাপি। বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণ, ক্ষতিকর দিক এবং করণীয় সম্পর্কে আলোচনা করেন। চাঁপাইনবাবগঞ্জ তথা বরেন্দ্র এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেক বেশি বলে অনেকে মনে করেন। যেমন- পানির স্তর নিচে নেমে যাওয়া, নদীতে পানির স্বল্পতা, বজ্রপাত, অসময়ে বৃষ্টি বা অতিবৃষ্টি, এলাকা থেকে কিছু পাখি হারিয়ে যাওয়া ইত্যাদি উল্লেখ যোগ্য। প্রায় দেড় ঘন্টাব্যাপী ভার্চুয়াল আলোচনায় সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, টিআাইবি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ ৬৫ জন নারী-পুরুষ যুক্ত ছিলেন। আলোচনায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. শফিকুল ইসলাম।